শাস্তি তিন ডিলারের, রেশনে নজর ইবি-র - Bong Bangla News

Bong Bangla News

Looking for bangla news then. You can find here. We update news every Day.

Saturday 4 April 2020

শাস্তি তিন ডিলারের, রেশনে নজর ইবি-র


অনিয়মের অভিযোগকে ঘিরে দু’দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত গোলমালের পরে গণবণ্টন ব্যবস্থায় কড়া নজরদারির বন্দোবস্ত করল রাজ্য সরকার। এই কাজে খাদ্য দফতরের আধিকারিক, জেলাশাসক, বিডিও, স্থানীয় পুলিশ-প্রশাসন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি-কে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় এক জন করে রেশন ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে।

খাদ্য দফতরের এক কর্তা বলেন, “দরকারে অফিসারদের প্রতিটি জেলায় পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট রেশন ডিলারের অনুমোদন বাতিলও করা হতে পারে।”

বিভিন্ন জেলায় রেশন তোলা নিয়ে গোলমালের খবর আসার পরে সুষ্ঠু বিলিবণ্টন নিশ্চিত করার নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়। জেলাশাসকের অধীনে সব বিডিও-কে রেশন বণ্টনে নজরদারি চালাতে বলা হয়েছে। রেশন দোকানের সামনে বিধি ভেঙে জমায়েত আটকানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনকে। খাদ্যশস্য বিলিতে গরমিল হচ্ছে কি না, সব জায়গায় তা দেখবে ইবি। সর্বোপরি খাদ্য দফতরের দু’জন করে অফিসার প্রতিটি জেলায় ঘুরে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। রেশন বিলির ছবি তুলে প্রতিদিন খাদ্য দফতরে পাঠাতে হবে জেলাগুলিকে।

No comments:

Post a Comment

Pages