লকডাউনে বাজারে মাছ কিনতেও যেতে হবে না বাঙালিকে, পৌঁছে দেবে মৎস্য উন্নয়ন নিগমের গাড়ি - Bong Bangla News

Bong Bangla News

Looking for bangla news then. You can find here. We update news every Day.

Sunday 29 March 2020

লকডাউনে বাজারে মাছ কিনতেও যেতে হবে না বাঙালিকে, পৌঁছে দেবে মৎস্য উন্নয়ন নিগমের গাড়ি


গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮৭, এঁদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। আর আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।

বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন। কিন্তু পরিস্থিতি এখনো যেইদিকে এগোচ্ছে তাতে কার্যত একটা ছবি পরিষ্কার আগামী আরো এক মাস এই পরিস্থিতি বিপথে যাবে। দিন আনতে দিন ফুরায় তাদের আপাতত রোজগার বন্ধ।

আর যারা চাকরি করেন তারা এই পরিস্থিতি সামলে বাজারের জিনিসের যা দাম তা কুলিয়ে উঠতে পারছেনা। আর তার মধ্যে বাঙালির দুপুরে মাছ থাকবে না, এতো অসম্ভব। আর এবার বাঙালির জন্য সস্তায় মাছ তুলে দিতে উদ্যোগী হল রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। লক ডাউন পরিস্থিতিতে বাজার থেকে উধাও মাছ, সবজি, চড়া দামে বিকাচ্ছ মাংস।

আর মাছের হরেক রকম নেই বললেই চলে। এই নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত মুখোপাধ্যায় জানান, টাটকা রুই, কাতলা, তেলাপিয়া ছাড়াও মৃগেল, ট্যাংরা, চিংড়ির মতো মাছও ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। এবার থেকে আর চড়া দামে বিকাবে না মাছ।

No comments:

Post a Comment

Pages